AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পার্বতীপুরে মানবিক কাজে এগিয়ে যাচ্ছে “মানুষের সেবায় আমরা” ফেসবুক পেজের সদস্যরা



পার্বতীপুরে মানবিক কাজে এগিয়ে যাচ্ছে “মানুষের সেবায় আমরা” ফেসবুক পেজের সদস্যরা

“মানুষ মানুষের জন্য”—এই কথাটির বাস্তব রূপ দেখা গেল পার্বতীপুর সাহেবপাড়া তেঁতুলতলায় একঝাঁক তরুণের উদ্যোগে। নিজেদের সদিচ্ছা ও নিজস্ব অর্থায়নে তারা নেমে পড়েছেন এমন এক মানবিক কাজে, যা অনেকের ভাবনারও অতীত।

পার্বতীপুর রেলওয়ে স্টেশনের কোণে কোণে নোংরা পরিবেশে মানবেতর জীবনযাপন করা অসহায় ভিক্ষুকরা বছরের পর বছর দারিদ্র্য ও অবহেলায় দিন কাটাচ্ছেন। ময়লা কাপড়, দুর্গন্ধময় শরীর, জট পাকানো চুল—এসব কারণে যাদের দিকে কেউ ফিরেও তাকায় না, সেই মানুষগুলোকেই সেবা করছেন “মানুষের সেবায় আমরা” ফেসবুক পেজের তরুণ সদস্যরা।

তারা এসব অসহায় মানুষকে গোসল করিয়ে পরিষ্কার কাপড় পরিয়ে দিচ্ছেন, খাওয়াচ্ছেন খাবার, কেটে দিচ্ছেন চুল। শুধু সেবা নয়, তারা ফিরিয়ে দিচ্ছেন সম্মান ও ভালোবাসা। এ উদ্যোগ কেবল পরিষ্কার-পরিচ্ছন্নতার নয়, এটি মানবিকতার এক অনন্য জাগরণ। তাদের বিশ্বাস, প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা মানুষগুলো হাসি ফিরে পাবে।

“মানুষের সেবায় আমরা” ফেসবুক পেজের সভাপতি সাইদ জানান, ২০২৫ সালের ৫ জুলাই থেকে তাদের মানবিক কাজের পথচলা শুরু হয়েছে। এবারের (পঞ্চম) মানবিক কার্যক্রমে চারজন অসহায় মানুষকে পাঞ্জাবি, টি-শার্ট, পায়জামা প্রদানসহ গোসল, চুল কাটা ও খাওয়ার ব্যবস্থা করা হয়। তিনি সকলের দোয়া কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি সুমন, সহ-সভাপতি রাকেশ, সহ-সেক্রেটারি সুরুজ, বিশাল, সদস্য দীপ, মিঠুন, সৌরভ, নিতাই, জিসান, রুমনসহ অনেকে।

স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন কার্যক্রম সারা দেশে ছড়িয়ে পড়ুক। যেন প্রতিটি রেলওয়ে স্টেশন, প্রতিটি রাস্তা ও প্রতিটি এলাকায় অসহায় মানুষের জীবনে মানবতার আলো জ্বলে ওঠে।

 

একুশে সংবাদ/দি.প্র/এ.জে

Link copied!