সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবু রায়হান অভিযোগ করেছেন, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সোহেল রানা তার ওয়ার্ডে সরকারি প্রকল্প ও অনুদান প্রদান থেকে অব্যাহতি দিচ্ছেন। অন্য ওয়ার্ডের জন্য সরকারি সুবিধা চলছেও ৯ নং ওয়ার্ডে কোনোরূপ সুবিধা পৌঁছানো হচ্ছে না।
মোঃ আবু রায়হান বলেন, “খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় দুস্থ মানুষের জন্য সরকারি চাউলের কার্ড বিতরণে আমাকে বাদ দেওয়া হয়েছে। সেলাইমেশিনের বরাদ্দও আমাদের ওয়ার্ডে আসেনি। ৯ নং ওয়ার্ডের মসজিদে যাওয়ার রাস্তার বেহাল অবস্থা, যা সংস্কারের জন্য বারবার চাহিদা জানিয়েও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অন্যদিকে, ৬ নং ওয়ার্ডে অল্প সংখ্যক পরিবারের বাসস্থানের জায়গায় প্রকল্প দিয়েছে প্রশাসনিক কর্মকর্তা। আমার ওয়ার্ডের জনগন সরকারি সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।”
বাগবাটী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সোহেল রানা মোবাইলে জানান, “মেম্বার নায়, সে চেয়ারম্যান দাবি করছে। যতক্ষণ সে চেয়ারম্যান হিসেবে দাবি করবে, আমি তাকে কোনো প্রকল্প দিচ্ছি না। কারা প্রকল্প পেয়েছে, তা তারা নিজেই খোঁজ নিয়ে দেখুন।”
উল্লেখ্য, জনমনে প্রশ্ন উঠেছে, ইউপি সদস্য মোঃ আবু রায়হান ও প্রশাসনিক কর্মকর্তার মধ্যে কি দ্বন্দ্ব রয়েছে যার কারণে ৯ নং ওয়ার্ডের জনগণ সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
একুশে সংবাদ/সি.প্র/এ.জে