“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। উদ্বোধনের পর একটি র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে উপজেলা হলরুমে সহকারী মৎস্য কর্মকর্তা মোবাশ্বের হোসেনের সঞ্চালনায় এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সজিব আল মারুফ, দুদকের বড়াইগ্রাম প্রতিনিধি প্রভাষক আবুল খায়ের, উপজেলা পাট কর্মকর্তা মো. মমিনুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল খায়ের ও সাংবাদিক সাইফুর রহমান।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্যজীবী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/না.প্র/এ.জে