AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোয়ালন্দে উপজেলা প্রশাসনের উদ্যোগে সবুজায়ন কর্মসূচি



গোয়ালন্দে উপজেলা প্রশাসনের উদ্যোগে সবুজায়ন কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে উপজেলা প্রশাসন শুক্রবার (১৫ আগস্ট) সবুজায়ন কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির আওতায় মডেল মসজিদ, গোয়ালন্দ বাসস্ট্যান্ড এবং মরা পদ্মা নদীর তীরবর্তী এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এতে মূলত কাঠবাদাম, আমলকি ও আমের চারা লাগানো হয়েছে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান নিজ হাতে চারা রোপণ করেন।

ইউএনও নাহিদুর রহমান বলেন, “পরিবেশ রক্ষায় গাছ লাগানো অত্যন্ত জরুরি। আমরা এমন গাছের চারা বেছে নিয়েছি যা পরিবেশকে শীতল রাখার পাশাপাশি ফলদ এবং ছায়াদার হিসেবে মানুষকে উপকারে আসবে। যদি সবাই সচেতন হয়, পরিবর্তন সম্ভব।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, স্থানীয়দের অংশগ্রহণে এই সবুজায়ন উদ্যোগ গোয়ালন্দের অন্যান্য এলাকায় সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

Link copied!