AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পলাশের জয়নগরে মাদক ও চাঁদাবাজি প্রতিরোধে বিক্ষোভ মিছিল


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৭:৪৮ পিএম, ১৫ আগস্ট, ২০২৫

পলাশের জয়নগরে মাদক ও চাঁদাবাজি প্রতিরোধে বিক্ষোভ মিছিল

নরসিংদীর পলাশ উপজেলার ডাংগায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বেলা ২টায় ডাংগা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সর্বস্তরের সচেতন জনগণের অংশগ্রহণে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি জয়নগর পশ্চিমপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে জয়নগর ও ডাংগার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারীরা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে জয়নগর পশ্চিমপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি এম. এ. কাইয়ুম বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে যারা জড়িয়ে পড়েছে, তাদের অভিভাবকদের অনুরোধ করবো—আপনারা সন্তানদের বুঝিয়ে এসব থেকে দূরে সরিয়ে নিন। আমাদের নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের কড়া হুশিয়ারি—কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকের সাথে আপস নেই। আমরাও চাই এ সমাজ থেকে এদের নির্মূল করা হোক।”

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

Link copied!