রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর জামায়াত অফিসে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন কমিটির উদ্যোগে উপজেলা নির্বাচনী কমিটির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজু ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী অঞ্চল টিম সদস্য মো. রেজউর রহমান। কর্মশালায় দারস প্রদান করেন পুঠিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, “গ্রামে গ্রামে, পাড়া-মহল্লায় প্রত্যেক ভোটারের কাছে আমাদের যেতে হবে। ইসলামের আদর্শ এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কিভাবে মানুষের সেবা করা যায়—সেটি তাদের জানাতে হবে। আশা করা যায়, এবার মানুষ আমাদের ভোটের মাধ্যমে সেই দায়িত্ব অর্পণ করবেন।”
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আহমদ উল্লাহ, পুঠিয়া উপজেলা আমীর আলহাজ মাওলানা মনজুর রহমান, দুর্গাপুর উপজেলা আমীর সাইফুল ইসলামসহ পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার নির্বাচনী কমিটির সদস্যরা।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে