কুড়িগ্রামের উলিপুরে গাজীপুরের প্রতিদিনের কাগজ প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন হত্যাসহ দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে মাসজিদুল হুদা মোড়ে উলিপুর প্রেসক্লাবের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি ও উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উত্তম কুমার সেনগুপ্ত লক্ষ্মণের সঞ্চালনায় সাপ্তাহিক জুলফিকার পত্রিকার সম্পাদক ও উলিপুর প্রেসক্লাবের সভাপতি মমতাজুল হাসান করিমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি মোন্নাফ আলী, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি মঞ্জরুল হান্নান, দৈনিক স্বাধীন মতের প্রতিনিধি আসলাম উদ্দিন, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার প্রতিনিধি সহিদুল আলম বাবুল, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হাসান চাঁদ, এনসিপির উপজেলা যুগ্ম সমন্বয়কারী সাখাওয়াত হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ এর প্রতিনিধি চন্দন সরকার প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা একযোগে বলেন, সারাদেশে সাংবাদিকদের ওপর হওয়া নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে সরকার তেমন কোনও নিরাপত্তা দিতে পারেনি। ৭ আগস্ট সন্ধ্যায় তুহিনকে জনসম্মুখে নির্মমভাবে কুপিয়ে হত্যা এবং সাগর-রুনি হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের ওপর জ্বলন্ত আঘাত। তারা রাষ্ট্রকে এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
অপরদিকে একই স্থানে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে একটি পৃথক মানববন্ধনও অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মঞ্জু, এনটিভি (উলিপুর ও চিলমারী) প্রতিনিধি তানভীরুল ইসলাম, স্টার নিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জুবায়ের জিহাদি ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে