বাংলাদেশ সরকার অনুমোদিত সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে দাবিতে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
মঙ্গলবার (১২ জুলাই) শহরের স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা শাখার সভাপতি মোঃ এহসানুল হক। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিপত্রে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয়েছে, যা বৈষম্যমূলক ও অনুচিত।
২০০৯ থেকে ২০১৯ এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা সফলতা দেখিয়েছে। বৃত্তি শুধু আর্থিক নয়, এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও সামাজিক স্বীকৃতি। এই বৈষম্য শিক্ষার্থীদের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলবে এবং জাতীয় শিক্ষানীতির পরিপন্থী।
সংবাদ সম্মেলনে আগামী ২০ আগস্টের মধ্যে দাবি পূরণে আলটিমেটাম দেওয়া হয়, না হলে কেন্দ্রীয় সংগঠন দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করবে।
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। একই দাবিতে রাজনগর, জুড়িসহ বিভিন্ন উপজেলাতেও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

