মাগুরার শালিখায় জাতীয় যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মেসবাহ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা মোছাঃ নাসিমা খাতুন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন, সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, সিএনআরএস-এর ‘বি ফর আরএল’ প্রকল্পের সাইট অফিসার মোঃ শহিদুল ইসলাম, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া এবং সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জলী রানী ঘোষ। এ সময় ৮৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে প্রশিক্ষণের সনদ এবং ১৭ জন যুবকের মধ্যে ১৭ লাখ ১০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে