AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একুশে সংবাদে খবর প্রকাশের পর শিশু আফজালের ভাগ্য খুললো



একুশে সংবাদে খবর প্রকাশের পর  শিশু আফজালের ভাগ্য খুললো

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দ্বারাজদ্দিন মোল্লার ডাঙ্গী মৌলভীর চর গ্রামের তিন বছরের শিশু আফজালের চোখে কয়েকদিন আগে ঘাস কাটার কাচির আঘাত লাগে। এতে তার একটি চোখ স্থায়ীভাবে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়।

এ ঘটনায় কিশোর আলো যুব সংগঠনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আফজালের পরিবারের সঙ্গে কথা বলে এবং সংগঠনের পক্ষ থেকে ৫ হাজার টাকা সহায়তা প্রদান করে। সংগঠনের তৈরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি একুশে সংবাদ পত্রিকার স্থানীয় সাংবাদিক সাজ্জাদ হোসেন সাজুর নজরে আসে। পরে তিনি বিষয়টি পত্রিকায় প্রকাশ করেন।

সংবাদটি প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুনের নজরে আসে ঘটনা। তিনি তাৎক্ষণিকভাবে সাংবাদিক সাজ্জাদ হোসেন সাজুকে ডেকে শিশুটির বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সংগ্রহ করেন। সোমবার ইউএনও নিজে উপস্থিত থেকে শিশু আফজালের বাবার হাতে ২৫ হাজার টাকার একটি চেক তুলে দেন।

দিনভর কিশোর আলো যুব সংগঠনের সভাপতি নাইফ আদনান ও সাংবাদিক সাজ্জাদ হোসেন সাজু বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন। সহায়তা প্রদানকালে ইউএনও মনিরা খাতুন বলেন, “এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমি বিষয়টি দেখে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। এলাকার বিত্তবানদেরও উচিত এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”

ইউএনওর এই মানবিক উদ্যোগে সাধারণ মানুষ প্রশংসায় ভাসাচ্ছেন। সুশীল সমাজও আনন্দ প্রকাশ করেছেন।

শিশু আফজালের বাবা আব্দুল কাদের আবেগঘন কণ্ঠে বলেন, “আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। এত বড় সাহায্য পাবো ভাবিনি। ইউএনও মহোদয়সহ যারা এই সহযোগিতার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

 

একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!