লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার (১১ আগস্ট) গ্রাম পুলিশদের মাঝে পোশাক বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। পুলিশ সুপার আকতার হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে জেলার বিভিন্ন ইউনিয়নের ৫১৩ জন গ্রাম পুলিশের মাঝে পেশাক, জুতা, ব্যাগ, মোজা, বেল্ট, ব্যাচসহ নারী গ্রাম পুলিশদের জন্য শাড়ি, ব্লাউজ, পেটিকোর্ট, খাতা ও কলম বিতরণ করা হয়। এর আগে গ্রাম পুলিশদের সমাবেশ অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে