AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে জোড়াখুনসহ একাধিক মামলার আসামি কদু আলমগীর গ্রেপ্তার


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০২:২০ পিএম, ১১ আগস্ট, ২০২৫

লক্ষ্মীপুরে জোড়াখুনসহ একাধিক মামলার আসামি কদু আলমগীর গ্রেপ্তার

লক্ষ্মীপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও জোড়াখুনসহ একাধিক মামলার আসামি আলমগীর হোসেন ওরফে কদু আলমগীরকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (১১ আগস্ট) ভোরে চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়ণপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। কদু আলমগীর (৪২) ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, কদু আলমগীর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বশিকপুর ইউনিয়নে নোমান-রাকিব হত্যাসহ অন্তত ২৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

থানা সূত্রে জানা যায়, ২০২৩ সালে বশিকপুরে যুবলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব হোসেন রাকিব হত্যা, সম্প্রতি দত্তপাড়ায় সাংবাদিকদের ওপর হামলাসহ মোট ২৩টি মামলায় তিনি আসামি।

গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ও যৌথ বাহিনী তার বাড়ি ঘিরে ফেলে এবং বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়জুল আজীম বলেন, “শীর্ষ সন্ত্রাসী আলমগীর হোসেন ওরফে কদু আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অন্তত দুই ডজন মামলা রয়েছে। সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজিসহ কোনো ধরনের অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”

 

একুশে সংবাদ/ল.প্র/এ.জে

Link copied!