পটুয়াখালীর দুমকিতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শফিকুল ইসলাম (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে দুমকি থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে এবং সাবেক দুমকি উপজেলা ছাত্রলীগের সভাপতি। তাকে গত ২৭ জুন ২০২৫ তারিখের দুমকি থানার মামলা নং-১০ এ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় গ্রেফতার করা হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হবে।
একুশে সংবাদ/প.প্র/এ.জে