মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ জাল নির্মূলের লক্ষ্যে পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১০ আগস্ট) উপজেলার সোনাহারা এলাকায় পরিচালিত অভিযানে অবৈধ ‘চায়না জাল’ তৈরির দুটি কারখানা থেকে প্রায় ২৭ বস্তা জাল জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ। এতে সহযোগিতা করে স্থানীয় থানা পুলিশ ও উপজেলা মৎস্য অফিস।
জব্দকৃত জালগুলো স্থানীয়ভাবে ‘চায়না দুয়ারী জাল’ নামে পরিচিত। আনুমানিক ৮ লাখ টাকা মূল্যমানের এসব জাল পরে পুড়িয়ে ফেলা হয়।
এ সময় অবৈধভাবে জাল মজুত ও বিপণনের অভিযোগে সোহেল খান (৪৩) নামে স্থানীয় এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী বলেন, “চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার সম্পূর্ণ অবৈধ। এই জাল পানির সব ধরনের প্রাণী ধ্বংস করে দেয়, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।”
সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/পা.প্র/এ.জে