“জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার—দেশ হবে জনতার” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে রেইন কোট উপহার দেওয়া হয়েছে। ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের পক্ষ থেকে এসব রেইন কোট বিতরণ করা হয়।
সোমবার (১১ আগস্ট) বিকেল ৫টায় গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি আবু নাঈম, জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মো. মহিবুল্লাহ এনিম, উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. রাসেল হাওলাদার, সদস্য সচিব মো. আবুল হোসেন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লা, সাধারণ সম্পাদক মো. তাওহীদ ইমরান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. আমির হোসেন এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ উপজেলা ও পৌর কমিটির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৯ শতাধিক পেশাজীবী মানুষের মাঝে রেইন কোট বিতরণ করা হয়।
একুশে সংবাদ/প.প্র/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
