লক্ষ্মীপুরে এক যুবতীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় চারজনকে আসামি করে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিত ওই নারী বাদী হয়ে শনিবার রাতে মামলা করেন।
ঘটনার পর শনিবার রাতেই চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকা থেকে অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন প্রকাশ লিটন নামে একজনকে আটক করে পুলিশ। রোববার দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, "মামলায় চারজনকে আসামি করা হয়েছে। জাহাঙ্গীর হোসেন ওরফে লিটনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে। নির্যাতিত নারীকে উদ্ধার করে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।"
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ওই নারী শহরের কাঁচাবাজার করতে আসেন। এসময় ইউসুফ হোসেনসহ আরও তিনজন তাকে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে যান। এরপর চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকায় জাহাঙ্গীর হোসেন ওরফে লিটনের বাড়িতে তাকে রাতভর পালাক্রমে ধর্ষণ করা হয়। এক পর্যায়ে তাকে বেদম মারধর করে তারা পালিয়ে যায়।
পরদিন সকালে ওই নারী ঘর থেকে বের হয়ে চন্দ্রগঞ্জ থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানান। পরে রাতে অভিযানে জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়।
রোববার সকালে নির্যাতিত ওই নারী জাহাঙ্গীর হোসেন ওরফে লিটন, ইউসুফ হোসেন, পারভেজ হোসেন ও রাজন হোসেন রাজাকে আসামী করে মামলা করেন।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
