AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পটুয়াখালীতে ইজারা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় গ্রেফতার ১


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০১:৫৯ পিএম, ৪ নভেম্বর, ২০২৫

পটুয়াখালীতে ইজারা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় গ্রেফতার ১

পটুয়াখালীর লোহালিয়ায় বাজার ইজারা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে এক ব্যক্তি নিহতের ঘটনায় জড়িত অন্যতম আসামি অলি শিকদার (৩০)কে সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ ও র‍্যাব-১১ এর যৌথ দল।

সোমবার (৩ নভেম্বর) সকাল পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‍্যাব-১১, সদর কোম্পানি নারায়ণগঞ্জের যৌথ অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অলি শিকদার পটুয়াখালী সদর উপজেলার পাজাখালী গ্রামের মৃত তাহের শিকদারের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, নিহত মফিজুল ইসলাম ওরফে মাসুদ ছিলেন মামলার বাদী মোছাঃ আকলিমা বেগমের ছেলে। মামলার ১নং আসামি সোহাগ মাঝি নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি ধর্ষণ মামলার আসামি, যেখানে নিহত মফিজুল ছিলেন সাক্ষী। ওই ঘটনার প্রতিশোধ নিতে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা মফিজুলের ওপর হামলা চালায়।

ঘটনার দিন রাতে লোহালিয়া পালপাড়া বাজারের দক্ষিণ পাশে পৌঁছামাত্রই আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে মফিজুলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সোহাগ মাঝির হাতে থাকা রামদার কোপে মফিজুলের মাথার তালুতে মারাত্মক জখম হয়। অন্য আসামিরাও তাকে পিটিয়ে গুরুতর আহত করে।

অভিযুক্তরা ভিকটিমের পকেট থেকে ৬৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকার ক্ষতি সাধন করে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পুলিশের ওপরও হামলা চালায় এবং মরিচের গুঁড়া ছুড়ে দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে আহত মফিজুলসহ পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

প্রথমে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত অলি শিকদারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!