AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বদলগাছীতে মানববন্ধন


Ekushey Sangbad
ফিরোজ হোসেন, বদলগাছী, নওগাঁ
০৪:১৩ পিএম, ১০ আগস্ট, ২০২৫

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বদলগাছীতে মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যাসহ দেশে ধারাবাহিকভাবে সাংবাদিক খুন, গুম ও নির্যাতনের প্রতিবাদে নওগাঁর বদলগাছীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে বদলগাছী উপজেলার সাংবাদিকদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার সব সাংবাদিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারীর সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বদলগাছী সাংবাদিক সংস্থার সভাপতি শহীদুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস হোসেন, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম দবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা, সিনিয়র সাংবাদিক এমদাদুল হক দুলু, সাংবাদিক মিঠু হাসান ও সাংবাদিক আসাদুজ্জামান ভুট্টুসহ অনেকে।

বক্তারা বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নৃশংসভাবে খুন, গুম ও নির্যাতনের শিকার হচ্ছেন, যা গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি। তারা সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ কর্মসূচিতে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, মানবাধিকার কর্মী ও স্থানীয় জনসাধারণ একাত্মতা প্রকাশ করেন।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

Link copied!