মানবতার অনুপম উদাহরণ—একটি ছোট্ট প্রাণের চোখে আবার আলো ফিরিয়ে দিতে পারে আপনার সহানুভূতি। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের মৌলভীর চর, দারাজউদ্দিন মোল্লার ডাঙ্গীতে হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া তিন বছরের শিশু আফজাল (৩) সম্প্রতি এক ভয়াবহ দুর্ঘটনায় তার একটি চোখে গুরুতর আঘাত পেয়েছে।
আফজাল জন্মের পর সুস্থ দৃষ্টিশক্তি ছিল, কিন্তু খেলাধুলার সময় ঘাস কাটার কাঁচির আঘাতে চোখের অবস্থা ক্রমেই খারাপ হয়ে আজ তা সম্পূর্ণ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, জরুরি অপারেশন ছাড়া তার দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব নয়। তবে পরিবারের অর্থসামর্থ্য নীরব—অপারেশনের খরচ বহন করা তাদের জন্য অসম্ভব।
শিশুটির পাশে দাঁড়িয়েছে কিশোর আলো যুব সংগঠন। সংগঠনের প্রবাসী সদস্য সাইফুল ইসলাম সজিব ইতিমধ্যে ৫,০০০ টাকা প্রদান করেছেন, এবং আরও সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আফজালের বাবা শেখ কাদির কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার ছোট ছেলে আফজালের চোখের চিকিৎসা ছাড়া বাঁচার কোনো উপায় নেই। সমাজের বিত্তবান ভাই-বোনদের কাছে আমার আকুল আবেদন, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার সামান্য সহায়তাও আমার ছেলের চোখে আলো ফিরিয়ে দিতে পারে।”
অপারেশনের পুরো খরচ মেটাতে আরও অর্থের প্রয়োজন। আপনি চাইলে বিকাশ ও নগদ মাধ্যমে সাহায্য করতে পারেন:
বিকাশ (পার্সোনাল): 01590096286
নগদ (পার্সোনাল): 01756232144
আসুন, সবাই মিলে এই নিষ্পাপ শিশুটির চোখে আবার আলো ফিরিয়ে দিই।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে