অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজশাহীর স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেছেন।
আজ শনিবার সকাল ৯টার দিকে রাজশাহী সার্কিট হাউসে উপস্থিত হয়ে তিনি প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত ১২টি প্রকল্পের উদ্বোধন করেন।
উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— রাজশাহী সিটি কর্পোরেশন বাস্তবায়িত রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ, হড়গ্রাম নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোদাগাড়ী, তানোর, বাগমারা, পবা, মোহনপুর ও চারঘাট উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, ব্রিজ ও কালভার্ট, মার্কেট ও হাটবাজার ভবন, পানি অপসারণ প্রকল্পসহ অন্যান্য অবকাঠামো।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান, সহকারী একান্ত সচিব আয়মন হাসান রাহাত, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি, জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে