ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৮ জন এবং ৭ জন গুণী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা সভা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির বাবুল আহাম্মেদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, শিক্ষক সমিতির কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান, মজলুম পাভেজ, গোলাম ফারুক, নার্গিস আকতার, উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ফজল-ই-খোদা, মোজাম্মেল হক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইদ্রিস আলী ও জবাইদুর রহমান প্রমুখ।
বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে