গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর দুমকি উপজেলায় কর্মরত সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় দুমকি নতুন বাজার আল মামুন সুপার মার্কেটের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন দুমকি প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি আবুল হোসেন। সঞ্চালনা করেন প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার দুমকি প্রতিনিধি কামাল হোসেন।
বক্তৃতা করেন সমকালের প্রতিনিধি এবাদুল হক, দিনকাল ও ইনকিলাবের প্রতিনিধি সাইদুর রহমান খান, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও জবাবদিহি পত্রিকার প্রতিনিধি আমির হোসেন, জনকন্ঠ প্রতিনিধি কাজী বেলাল হোসেন দুলাল, যুগান্তরের প্রতিনিধি মোঃ সহিদুল ইসলাম (সহিদ সরদার), ইত্তেফাকের প্রতিনিধি অধ্যক্ষ জামাল হোসেন, সংবাদ ও মুসলিম টাইমসের প্রতিনিধি জাহিদুল ইসলাম, ভোরের কাগজের প্রতিনিধি হারুন অর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, গাজীপুরে সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নেরও দাবি জানান।
মানববন্ধনে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে