গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও আনোয়ার হোসেন সৌরভকে হত্যাচেষ্টার প্রতিবাদ, দোষীদের বিচার এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নরসিংদীর পলাশে মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকরা।
আজ শনিবার (৯ আগস্ট) সকালে পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
এ সময় সাংবাদিকরা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে প্রকাশ্যেই কুপিয়ে হত্যা করা হয়েছে। এতে গাজীপুরসহ দেশের সাংবাদিকরা উদ্বেগ প্রকাশের পাশাপাশি নিরাপত্তাহীনতা অনুভব করছেন। এরই মধ্যে গ্রেপ্তার হওয়াদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে অভিযুক্ত সকল আসামিকে গ্রেপ্তার করাসহ নেপথ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান সাংবাদিকরা।
নরসিংদীসহ সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাংবাদিক সুরক্ষা আইনের যথাযথ বাস্তবায়ন দাবি করা হয় মানববন্ধনে।
এ সময় পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. হাজী জাহিদ, সাধারণ সম্পাদক নূরে আলম রনি, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, যুগ্ম সম্পাদক আল আমিন মিয়াসহ অন্যান্য সাংবাদিকরা বক্তব্য রাখেন। শেষে নিহত সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে