পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বুধবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন অনুষদ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ।
পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম অনুষদ ও বিভাগের একাডেমিক, প্রশাসনিক এবং অবকাঠামোগত অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পরে এক উন্মুক্ত মতবিনিময় সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন,“আইন ও ভূমি প্রশাসন অনুষদ একটি সম্ভাবনাময় একাডেমিক প্ল্যাটফর্ম। এই অনুষদ যেন সময়োপযোগী আইন শিক্ষা, গবেষণা এবং ন্যায়ের পক্ষে চিন্তাশীল নেতৃত্ব গড়ে তুলতে পারে—সেজন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদই আমাদের সম্মিলিত উন্নয়নের অংশ, আর সেই উন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা ও উদ্দীপনা অত্যন্ত উৎসাহব্যঞ্জক।”
তিনি আরও বলেন,“শিক্ষার মানোন্নয়ন, গবেষণার সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গঠনে পবিপ্রবি প্রতিনিয়ত অগ্রসরমান। সকল অনুষদ ও বিভাগসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও উদ্ভাবনী চেতনা গড়ে উঠলে আমরা একটি গ্লোবাল অ্যাকাডেমিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করতে পারব।”
অনুষদের ডিন অধ্যাপক মো. জামাল হোসেন উপাচার্যকে স্বাগত জানিয়ে অনুষদের একাডেমিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আব্দুর রহিম, সহকারী অধ্যাপক মো. রেজাউল ইসলাম মাসুম, মো. রহমত সরকার, সহকারী অধ্যাপক সৌদ বিন আলম, প্রভাষক আমিনা সরোয়ার এবং বিভাগের অন্যান্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।
এই সৌজন্য পরিদর্শনের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে নতুন আশাবাদ, অনুপ্রেরণা ও উদ্দীপনার সৃষ্টি হয়। উপাচার্যের দূরদর্শী দিকনির্দেশনা ভবিষ্যতের একাডেমিক ও গবেষণা অভিযাত্রায় অংশগ্রহণকারীদের নব উদ্যমে পথচলার উৎসাহ জোগায়।
একুশে সংবাদ/প.প্র/এ.জে