মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক আবুবকর সিদ্দিকের ওপর হামলার ঘটনায় ধামরাই উপজেলার কথিত পল্লী চিকিৎসক কাশেমকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক আবুবকর সিদ্দিক থানায় মামলা দায়ের করলে আদালত আসামি কাশেমের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, গ্রেপ্তার হওয়া আসামিকে রক্ষা করতে কাশেমের পরিবার ও স্থানীয় একটি কুচক্রী মহল সাংবাদিক আবুবকর সিদ্দিকের সম্মান ক্ষুণ্ন করতে নানা ধরনের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে সামাজিক ও প্রশাসনিক মহলে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এমনকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে বিভিন্ন মামলায় জড়ানোর অপচেষ্টাও করা হচ্ছে।
এই পরিস্থিতিতে সাংবাদিক আবুবকর সিদ্দিক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তিনি দাবি করেছেন, হামলায় জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং ন্যায়বিচার নিশ্চিত করা হোক।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী ধামরাই থেকে আগত কথিত পল্লী চিকিৎসক ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ভুক্তভোগী সাংবাদিকের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে