AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ড্যাব নির্বাচন, হারুন-শাকিল পরিষদের প্যানেল পরিচিতি


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০৫:২৩ পিএম, ৭ আগস্ট, ২০২৫

ড্যাব নির্বাচন, হারুন-শাকিল পরিষদের প্যানেল পরিচিতি

ঐতিহ্যবাহী ডাক্তারদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ সামনে রেখে ডা. হারুন-ডা. শাকিল পরিষদের প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ব্লক অডিটরিয়ামে এই পরিচিতি সভার আয়োজন করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ড্যাব নির্বাচন পরিচালনা উপ কমিটি।

সভায় বক্তারা বলেন, যারা বিগত দিনে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথে চিকিৎসক সমাজের নেতৃত্ব দিয়েছেন, যাঁরা নির্যাতিত হয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবাদ করেছেন—এই সংগ্রামী নেতৃত্বই ড্যাবের ভবিষ্যৎ নির্ধারণে উপযুক্ত।

প্রধান অতিথির বক্তব্যে সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. হারুন আল রশীদ বলেন, “ড্যাব কখনো সুবিধাবাদীদের সংগঠন ছিল না, ভবিষ্যতেও হবে না। এই সংগঠনের নেতৃত্বে থাকতে হলে রাজপথের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আমরা সেই পরীক্ষায় পাশ করা চিকিৎসক নেতাদের নিয়েই দল সাজিয়েছি।”

মহাসচিব পদপ্রার্থী ডা. জহিরুল ইসলাম শাকিল বলেন, “ড্যাব শুধু একটি চিকিৎসক সংগঠন নয়, এটি গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে সংগ্রামের প্রতীক। আমরা চাই নেতৃত্বে এমন ব্যক্তিরা আসুক যারা আন্দোলন-সংগ্রামে থেকেছেন, চিকিৎসকদের স্বার্থ রক্ষায় আপসহীন থেকেছেন।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী ডা. মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদপ্রার্থী ডা. খালেকুজ্জামান দিপু প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সাবেক নেতৃবৃন্দ ও ডাক্তারগন।

 

একুশে সংবাদ/রাফি/বাবু/ এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!