পটুয়াখালীর বাউফলে গত ৫ আগস্ট বিভিন্ন সংবাদপত্রে “আওয়ামী লীগ নেতার নেতৃত্বে ইসলামী আন্দোলনের বিজয় মিছিল”—এমন শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাউফল শাখার নেতাকর্মীরা।
বুধবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে পৌর শহরের ইসলামী আন্দোলনের উপজেলা অফিস কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ইসলামী আন্দোলন বাউফল শাখার সদস্য সচিব মাওলানা নুরুল আলম। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব মো. আবুল হোসেন, সদস্য হাফেজ আবুল বশার, হাফেজ মো. তোফাজ্জেল হোসেন এবং উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি সিরাজুল ইসলাম।
বক্তারা বলেন, “বিজয় মিছিলে ওই আওয়ামী লীগ নেতার অংশগ্রহণ অনাকাঙ্ক্ষিত। তিনি আমাদের অনুমতি ছাড়াই মিছিলে ঢুকে পড়েন। আমাদের সংগঠনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। সংবাদে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।”
একুশে সংবাদ/প.প্র/এ.জে