ঐতিহাসিক জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে ছাত্র-জনতার বিজয় মিছিল ও সমাবেশ আয়োজন করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধের সামনে থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে গোমদণ্ডী ফুলতল চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ সওকত আলম। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আজগর, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন ও শাহীনুর শাহীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম ও হাজি জাকির হোসেন, সাবেক প্রচার সম্পাদক সরোয়ার আলমগীর, সাবেক সদস্য সচিব আলহাজ্ব নুরুল করিম নুরু, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, ডা. মহসীন খান তরুণ এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিজয় মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। মিছিলটি ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকা থেকে আগত নেতা-কর্মীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আজিজুল হক চেয়ারম্যান বলেন, “বোয়ালখালীতে আওয়ামী লীগের ব্যানারে একাধিকবার উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র এবং ইউনিয়ন চেয়ারম্যানরা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। কিন্তু আজও আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করেনি। এদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।”
একুশে সংবাদ/চ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

