গোপালগঞ্জের কোটালীপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রথীন বিশ্বাসের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলার শুয়াগ্রামে অবস্থিত শহীদ রথীন বিশ্বাসের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। পরে কোটালীপাড়া থানা ও উপজেলা বিএনপির পক্ষ থেকেও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ এবং শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর খানসহ আরও অনেকে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রথীন বিশ্বাস ছাত্র-জনতার সঙ্গে বিজয় মিছিল নিয়ে সংসদ ভবনে প্রবেশ করেন। এ সময় কাচ ভেঙে পড়ে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। সহযোদ্ধারা তাঁকে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করেন। ওইদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় রথীন মারা যান। পরদিন তাঁর মরদেহ কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামে এনে নিজ বাড়ির উঠানে, মা-বাবার কবরের পাশে দাফন করা হয়।
রথীন বিশ্বাস শুয়াগ্রামের দানিয়েল বিশ্বাসের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ বলেন, “শহীদ রথীন বিশ্বাসসহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পাশে উপজেলা প্রশাসন আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
একুশে সংবাদ/গো.প্র/এ.জে