জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বাদ আসর আয়োজিত এই কর্মসূচিতে তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
ত্রিশাল আব্বাছিয়া কামিল মাদরাসা মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালিপাড়া রোডে গিয়ে শেষ হয়। মিছিল শুরুর আগে মাদরাসা মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির আ.ন.ম. আব্দুল্লাহীল বাকি নোমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর শামীম, সহকারী সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাকিল, পৌর জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক, শূরা সদস্য মোখলেছুর রহমান, সারোয়ার হোসেন ফকির, জহিরুল ইসলাম প্রমুখ।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

