বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর শাখার উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন উপলক্ষে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪টায় পত্নীতলা উপজেলা সদরের সরদারপাড়া মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে নজিপুর চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খাঁন জোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভানেত্রী সামিনা পারভীন পলি এবং উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়নসহ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/এ.জে