সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিশাল বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৫ আগস্ট ) দুপুরে বিএনপির আহ্বায়ক কমিটির আয়োজনে অনুষ্ঠিত বিজয় র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন উপজেলার নেতাকর্মীরা। মধ্যনগরের বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে উপজেলা সদর বাজার প্রদক্ষিণ করে। মিছিল শেষে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবেহায়াত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম মজনু তালুকদার। সভায় আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক মো. মোশাহিদ তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সদস্য মো. কামাল হোসেন, সদস্য মো. মোক্তার হোসেন, সদর ইউনিয়নের আহ্বায়ক মো. কামাল মিয়া, দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের আহ্বায়ক মো. সুজন মিয়া, যুবদলের আহ্বায়ক গোলাম সয়ফুল, ছাত্রদলের সদস্যসচিব মো. মোছাব্বির তালুকদার সাগর প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্র-জনতার কোটা আন্দোলনের প্রেক্ষাপটে গণহত্যাসহ বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার খুন, গুম ও দমন-পীড়নের মাধ্যমে দেশে ভয়ের পরিবেশ তৈরি করে স্বৈরশাসন কায়েম করেছিল। কিন্তু গণআন্দোলনের চাপে ৫ আগস্টের দিন সেই স্বৈরাচারী প্রধানমন্ত্রী দেশত্যাগে বাধ্য হন। এরই ধারাবাহিকতায় জনগণ আজ স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছে।
নেতারা আরও বলেন, নতুন প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস যেন দ্রুত একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেন—এ দাবি আজ সারাদেশের মানুষের। পরিশেষে বক্তারা বিএনপির কেন্দ্রীয় নেতা তারেক রহমানকে রাষ্ট্রক্ষমতায় আনার লক্ষ্যে দলীয় ঐক্য সুসংহত করে তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
একুশে সংবাদ/সু.প্র/এ.জে