AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আসামি ছিনতাইয়ের ঘটনায় ছাত্র আন্দোলন নেতাসহ ৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা



আসামি ছিনতাইয়ের ঘটনায় ছাত্র আন্দোলন নেতাসহ ৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

ঝালকাঠির নলছিটি উপজেলার মানপাশা বাজারে পুলিশের ওপর হামলা চালিয়ে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)।

রবিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত এসআই মো. আকতার হোসেন নলছিটি থানায় মামলা দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানায় দায়ের করা পরিবহন আইনের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মো. আল-আমিন সরদার (৪০)-কে গোপন সংবাদের ভিত্তিতে মানপাশা বাজার থেকে গ্রেপ্তার করে নলছিটি থানা পুলিশের একটি দল।

গ্রেপ্তারের পর আসামিকে থানায় নেওয়ার পথে ফরিদ খানের চায়ের দোকানের সামনে অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, আসামির ভাই ও ইসলামী ছাত্র আন্দোলন নলছিটি উপজেলা শাখার সভাপতি এইচ.এম. মুছা সরদারের নেতৃত্বে কুশঙ্গল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ইমরান সরদার, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. ইসহাক সরদার, মো. শহিদুল ইসলাম ও মো. সুমন হাওলাদারসহ আরও ৬-৭ জন এই হামলায় অংশ নেন।

হামলার সময় আসামি আল-আমিন এসআই আকতার হোসেনের ডান হাতে কামড় দিয়ে তাকে গুরুতর জখম করে এবং পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায়। আহত এসআইকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে আসামির ফেলে যাওয়া পাঁচ টন ধারণক্ষমতার একটি খালি ট্রাক জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় এসআই আকতার হোসেন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলায় সরকারি কাজে বাধাদান, গুরুতর জখম এবং আসামিকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম বলেন, “পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। ইতোমধ্যে তিনজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

 

একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!