AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গলাচিপায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালি



গলাচিপায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালি

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত একটি সুসংগঠিত ও জাঁকজমকপূর্ণ বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ  মঙ্গলবার সকাল ১১টায় গলাচিপা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও বজ্রকণ্ঠে স্লোগানে মুখরিত র‌্যালিটি জাতীয় স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারের বহিঃপ্রকাশ ঘটায়। এতে দলীয় শৃঙ্খলা ও ঐক্যের এক শক্তিশালী বার্তা পৌঁছে যায় জনগণের মাঝে।

পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের এক গর্বিত অধ্যায়। আজকের এই কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি ও আকাঙ্ক্ষার শক্তিশালী বার্তা সরকারকে দেওয়া হয়েছে।”

তারা আরও বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার রক্ষায় বিএনপি রাজপথে থেকে নিরবিচারে লড়াই চালিয়ে যাবে।”

কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ছিল, তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুশৃঙ্খলভাবে কর্মসূচি সম্পন্ন হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।

 

একুশে সংবাদ/প.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!