AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
বিএনপি নেতা সাখাওয়াত হোসেন বকুল

নির্বাচন নিয়ে তালবাহানা করলে ইউনূস সাহেবকেও ফ্যাসিস্টদের মতো বিদায় নিতে হবে


Ekushey Sangbad
সাইফুল ইসলাম, নরসিংদী
০২:৪৯ পিএম, ৫ আগস্ট, ২০২৫

নির্বাচন নিয়ে তালবাহানা করলে ইউনূস সাহেবকেও ফ্যাসিস্টদের মতো বিদায় নিতে হবে

নরসিংদী-৪ (মনোহরদী- বেলাব) এর সাবেক সংসদ ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ফ্যাসিবাদ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্রজনতা আন্দোলনে ২০২৪ সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় রচিত হয়েছিলো আজকে সেই বিজয়কে স্বরণ করে বিজয় মিছিলের মাধ্যমে আমরা যানান দিবো গণতন্ত্রের বাইরে কোন শক্তি নাই। গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ চালাবে এর কোন বিকল্প নাই। আমরা অবিলম্বে নির্বাচন চাই। নির্বাচন নিয়ে কোন তালবাহানা করলে ইউনূস সাহেবকেও ফ্যাসিস্টদের মতো বিদায় নিতে হবে।

মনোহরদীতে মঙ্গলবার (৫ আগস্ট ) দুপুরে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতৃত্বে মনোহরদীর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিজয় র‍্যালি বের হয়। বিজয় র‍্যালিটি মনোহরদী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে গিয়ে শেষ হয। এরআগে সকাল থেকে মনোহরদী বাসস্ট্যান্ডে উপজেলার সকল ইউনিয়ন, পৌরসভার ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা এসে জড়ো হন সভাস্থলে।

এসময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব,  মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, মনোহরদী পৌর বিএনপির সভাপতি বাবুল মোল্লা, সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল হান্নান, শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন আকন্দ বাবুল, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ,  মহিলা দলের সভাপতি মাসুদা সুলতানা, সমাধান সম্পাদক হাসিনা হিমু, পৌরসভার সাবেক কাউন্সিল শামসুন্নাহারসহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।


একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!