লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রাম থেকে এক গৃহবধূকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মো. শরীফ (২৮)–কে গ্রেফতার করেছে র্যাব-১১। পরে তাকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। শরীফ ওই একই এলাকার মো. হানিফের পুত্র।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ আগস্ট (মঙ্গলবার) ভোরে চরমনসা গ্রামের মহিন স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে র্যাব-১১ লক্ষ্মীপুর ও নোয়াখালী সমন্বিত অঞ্চলের ভারপ্রাপ্ত অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু সাংবাদিকদের জানান, মামলার বাদী ভিকটিম কমলনগরের একটি কলেজের ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থী।
তিনি আরও জানান, কলেজে যাওয়া-আসার পথে শরীফ নানা সময়ে ভিকটিমকে প্রেমের প্রস্তাব ও কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। প্রস্তাবে রাজি না হওয়ায় ২৩ জুন ২০২৫, বিকেলে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজার থেকে তাকে মোটরসাইকেলে করে অপহরণ করে নোয়াখালীর আন্ডারচর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বাড়িতে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
পরে কৌশলে ওই শিক্ষার্থী পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর ভিকটিমের পরিবার কমলনগর থানায় মামলা দায়ের করলে র্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শরীফকে গ্রেফতার করে এবং সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে