AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জাকারিয়ার কবর জিয়ারত করলেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
১২:১৪ পিএম, ৫ আগস্ট, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জাকারিয়ার কবর জিয়ারত করলেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জাকারিয়া হাসানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে কালীগঞ্জ উপজেলা প্রশাসন। ১৮ জুলাই ঢাকায় পুলিশের গুলিতে তিনি শহীদ হন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া গ্রামে শহীদ জাকারিয়া হাসানের কবর জিয়ারত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ। এ সময় তিনি কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন।

ইউএনও তনিমা আফ্রাদ বলেন, “শহীদদের ঋণ কোনো দিন শোধ করা যাবে না। তাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শহীদ পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”

শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া, তথ্য আপা সুহা তামান্না, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।

এছাড়া, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহীম প্রধান, পৌর জামায়াতের আমির মাওলানা আমিমুল এহসান, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জুলাই যুদ্ধে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কালীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমীন গাজীপুরী।

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!