গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে সেনা সদস্য আব্দুস সামাদের বাড়িতে আবারও দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বারবার চুরির এমন ঘটনায় এলাকাবাসী, বিশেষ করে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
এ বিষয়ে সেনা সদস্যের স্ত্রী মোছাঃ শিউলী আক্তার বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জানান, গত ২৮ জুলাই রাত ১টা থেকে সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা কৌশলে তাদের বসতভিটার পূর্ব পাশে অবস্থিত শয়নকক্ষের কাঠের দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর কেবিনেটের তিনটি ড্রয়ার ভেঙে ৩ ভরি স্বর্ণালঙ্কার, ডিনার সেট, প্রেসার কুকার, রাইস কুকারসহ আনুমানিক ৫ লাখ টাকার মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
সেনা সদস্যের পিতা আব্দুস সামাদ জানান, রাত সাড়ে ১১টার দিকে তাঁর আরেক ছেলে দোকান বন্ধ করে বাড়ি ফিরে আসেন, তখনও সব কিছু ঠিকঠাক ছিল। পরদিন সকালে দেখা যায় ঘরের টিনের চালা, কাঠের দরজার সিকল ও তালা কাটা, আলমারির তালা ভাঙা এবং ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। চোরেরা ঘরে থাকা নগদ টাকাসহ প্রায় সাড়ে ৬ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, কয়েক মাস আগেও একই ঘরে একবার চুরি হয়েছিল। তখনও লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও নতুন করে চুরির ঘটনা ঘটলো।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটছে। ঘরের তালা কেটে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যাচ্ছে চোরের দল। এখনো পুলিশ কাউকে চিহ্নিত করতে পারেনি, ফলে সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন পার করছেন।
শ্রীপুর থানার পরিদর্শক মিজান জানান, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এর আগের চুরির ব্যাপারে থানায় কোনো তথ্য ছিল না বলেও জানান তিনি।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে