ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে একযোগে ১০টি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) উক্ত ১০টি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন ভালুকা উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, হবিরবাড়ী শিল্পাঞ্চলের রূপকার, বিশিষ্ট শিল্পপতি ও জননেতা হাজ্বী শহিদুল ইসলাম শহিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এই রাস্তাগুলোর উন্নয়ন কাজ শুরু হওয়ায় তারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হাজ্বী শহিদুল ইসলাম শহিদ বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। এই রাস্তাগুলোর কাজ বাস্তবায়ন হলে সাধারণ মানুষের যাতায়াতে অনেক সুবিধা হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এই রাস্তাগুলোর বেহাল দশার কারণে চরম দুর্ভোগে পড়তে হতো। এখন কাজ শুরু হওয়ায় তারা নতুন আশার আলো দেখতে পাচ্ছেন।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে