ময়মনসিংহের নান্দাইলে ‘জুলাই পুনর্জাগরণ-২০২৫’ উদযাপন উপলক্ষে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকালে নান্দাইল পৌরসভার উদ্যোগে উপজেলা সদরের পুরাতন বাজারে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার।
এই উদ্যোগের অংশ হিসেবে বাজারের গুরুত্বপূর্ণ স্থানে নতুন ডাস্টবিন স্থাপন করা হয় এবং ডেঙ্গু রোগের প্রকোপ মোকাবেলায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও সারমিনা সাত্তার বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এবং একটি সুস্থ সমাজের অপরিহার্য অংশ। ‘জুলাই পুনর্জাগরণ’ শুধুমাত্র স্মৃতিচারণের নয়, বরং একটি পরিচ্ছন্ন ও উন্নত বাংলাদেশ গড়ার শপথ নেওয়ার মাস।”
তিনি এই মহৎ উদ্যোগ গ্রহণের জন্য পৌরসভা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা ও নির্ধারিত স্থানে ময়লা ফেলতে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান এবং নান্দাইল বাজার কমিটির অর্থ সম্পাদক সাদেকুল ইসলাম ঝিনুক। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বাজার কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।
পৌরসভার প্রশাসক মো. ফয়জুর রহমান জানান, এই অভিযান একটি প্রতীকী সূচনা মাত্র। আগামী দিনে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হবে এবং নাগরিকদের সম্পৃক্ত করে একটি পরিচ্ছন্ন নান্দাইল গড়াই তাঁদের মূল লক্ষ্য।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে