নওগাঁর বদলগাছীতে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৩ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. শাহাদত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে গড়ে উঠছে উৎসাহ ও আগ্রহ, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে তৈরি হচ্ছে গুণগত প্রতিযোগিতা, যা ভবিষ্যতের শিক্ষাব্যবস্থাকে করবে আরও শক্তিশালী ও গতিশীল।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে