AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগরে ভৈরব নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু


Ekushey Sangbad
জীবননগর, চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৫:৪৮ পিএম, ৩ আগস্ট, ২০২৫

জীবননগরে ভৈরব নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভৈরব নদীর পানিতে ডুবে রিমন হোসেন (৭) ও জুবায়েদ হোসেন (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলার মুক্তারপুর গ্রামের নিকট ভৈরব নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমন হোসেন মুক্তারপুর গ্রামের ঈদগাহ পাড়ার সজীব হোসেনের ছেলে এবং জুবায়েদ হোসেন একই গ্রামের জুয়েল মিয়ার ছেলে। তারা দু’জনেই কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে স্কুল শেষ করে রিমন, জুবায়েদ ও রাব্বি নামের তিন বন্ধু ভৈরব নদীর পাড়ে গোসল করতে যায়। তারা নদীতে পাটজাগের ওপর উঠে খেলা করছিল। খেলার একপর্যায়ে রিমন পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে জুবায়েদও পানিতে ডুবে যায়। পরে তাদের সঙ্গে থাকা রাব্বি দৌড়ে বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে জানায়।

পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে গিয়ে নদীর পানি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সংবাদ/চু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!