মাগুরার শ্রীপুর উপজেলা সদরের শ্যামল শিকদারের মার্কেটে অবস্থিত ভিশন শো-রুম ‘জাহিদ ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক’-এর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ।
শুক্রবার বিকেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পাশাপাশি স্থানীয় জনগণ ও প্রশাসন সহায়তা করে।
ভিশন শো-রুমের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম জানান, “বিকেলে হঠাৎ করে গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পাশের দোকানদার নন্দী বিশ্বাস প্রথমে বিষয়টি দেখতে পেয়ে আমাদের জানান। পরে দোকানের লোকজন চিৎকার শুরু করলে বাজারের অন্যান্য ব্যবসায়ী ও এলাকাবাসী ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”
তিনি আরও জানান, “আগুনে আমাদের টিভি, ফ্রিজ, চার্জার ফ্যান, রাইস কুকার, ব্লেন্ডারসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে আনুমানিক ৪৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে