চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আওয়ামী লীগ নেতা জিএস হাসানের তালাবদ্ধ ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় পশ্চিম সারোয়াতলী গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মাওলানা ইসমাইল সাহেবের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
চোরের দল ভেন্টিলেটর ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ প্রায় এক লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্য মো. অমিত, যিনি দেলোয়ার হোসেনের ছেলে।
অমিত বলেন, "ঘরে আমার মা ও আমি থাকি। সেদিন শহরে হাসপাতালে ভর্তি মামাতো ভাইকে দেখতে গিয়েছিলাম। ঘরে কেউ ছিলেন না। রাত ৮টার দিকে বাড়িতে ফিরে এসে দেখি ঘরের সবকিছু উলটপালট। এরপর বুঝতে পারি, চুরি হয়েছে। থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।"
উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে জিএস হাসান বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। গত ৭ মার্চ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, “এ ধরনের কোনো অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ/চ.প্র/এ.জে