AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাগুরার শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ



মাগুরার শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন "পারফরম্যান্স বেজড গ্র্যান্ট ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম (এসইডিপি)" প্রকল্পের অধীনে মাগুরার শ্রীপুর উপজেলায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কারস্বরূপ ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে শ্রীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শ্রীপুর উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলমগীর কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল গণি।

এছাড়া আরও বক্তব্য রাখেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, জেলা শিক্ষা অফিসের সহকারী স্কুল পরিদর্শক এ.এস.এম মাজেদুর রহমান, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা ফয়জুর রহমান লাভু, অভিভাবক প্রতিনিধি ও মাদ্রাসা শিক্ষক আবদুল আলীম এবং কৃতি শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি।

অনুষ্ঠানে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। আলোচনাসভা শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগেই প্রত্যেক শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টে নির্ধারিত অর্থ পাঠিয়ে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক, কৃতি শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/মা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!