চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১৫ জন বাংলাদেশিকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)–এর কাছে হস্তান্তর করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর সম্পন্ন হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী বিকেল পৌনে ৩টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, ওইদিন দুপুর ২টার দিকে দর্শনা সীমান্তের মেইন পিলার ৭৬-এর শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান এবং বিএসএফ-৩২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমারসহ দুই বাহিনীর সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডাররা উপস্থিত ছিলেন।
বৈঠকে পূর্বে বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১৫ জন বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। হস্তান্তরপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ৪ জন পুরুষ, ৪ জন নারী এবং ৭ জন অপ্রাপ্তবয়স্ক শিশু।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে