বাঘাইছড়ি পৌরসভার আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) "লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (LGCRRP)" সংক্রান্ত অংশীজনের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই ) সকাল ১০টা ৩০ মিনিটে বাঘাইছড়ি উপজেলা পরিষদের মিনি সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন—পৌরসভার সহকারী প্রকৌশলী মো. শামীম মৃধা, উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, এলজিসিআরআরপি প্রশিক্ষক মো. মহসিন ও তপন রায়, কার্যসহকারী আশিকুর রহমান মানিক ও জাহাঙ্গীর আলমসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভায় বাঘাইছড়ি পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ২৭ জন অংশীজন (স্টেকহোল্ডার) অংশ নেন। এ সময় তাদের এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রদান করা হয় এবং পৌর এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে