কুষ্টিয়ার মিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় উপজেলার সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক নাজমুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে হাজারো শহীদদের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে। এই আন্দোলনের মাধ্যমে আমরা ‘দ্বিতীয় স্বাধীনতা’ অর্জন করেছি। তিনি সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন যাতে এই অর্জিত স্বাধীনতা নষ্ট না হয়।
জেলা প্রশাসক আরও বলেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার জনগণের অধিকার হরণ করেছিল এবং ২৬ লাখ কোটি টাকা লুটপাট করে দেশের অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছিল। বর্তমান পরিস্থিতিতে সব সমস্যা একসাথে সমাধান সম্ভব নয়। এমতাবস্থায় সকলকে ধৈর্য ধরে দায়িত্ব পালন করতে হবে এবং দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শিক্ষা বিষয়ে জেলা প্রশাসক বলেন, স্কুল ও কলেজ চলাকালীন সময়ে কোনো কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না। এ ব্যত্যয় ঘটালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মাদকের কুফল তুলে ধরে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আবু সালেহ মো. নাসিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল কাফী।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মমতাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, মিরপুর উপজেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক শাহ আক্তার মামুন, সেক্রেটারি মাওলানা শেখ মহিউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী ও আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম।
সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ১১৫ জন হতদরিদ্রের মধ্যে শুকনা খাবার বিতরণ করেন। এছাড়া উপজেলা প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প থেকে নির্মিত মিরপুর পশুহাটে টিন শেড ঘরের উদ্বোধনও করেন।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

