ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় সিএনজির দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গ্রিশনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন—জেলার কসবা উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুল ইসলামের স্ত্রী পপি আক্তার (২০) ও একই উপজেলার মান্দারপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে, অটোরিকশা চালক সাদেক মিয়া (১৮)।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. শফিকুল ইসলাম জানান, দুপুরে কসবা থেকে আখাউড়াগামী একটি সিএনজি গঙ্গাসাগর ও ইমামবাড়ির মাঝামাঝি স্থানে গ্রিশনগর রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
এই ঘটনায় অটোরিকশা চালক সাদেক মিয়া এবং একমাত্র যাত্রী পপি আক্তার ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/এ.জে