AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারেক রহমানের পক্ষে—পত্নীতলায় হাসপাতালের রোগীদের পাশে দাঁড়ালেন মোস্তাক



তারেক রহমানের পক্ষে—পত্নীতলায় হাসপাতালের রোগীদের পাশে দাঁড়ালেন মোস্তাক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগিদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ২টায় সরকারি হাসপাতালের ভর্তি রোগিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন নওগাঁ-২ আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী, ধামইরহাট উপজেলা বিএনপির অন্যতম সদস্য এবং আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন (মোস্তাক)।

এসময় উপস্থিত ছিলেন আগ্রাদ্বিগুন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইদ্রিস আলী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনিসুর রহমান, ধামইরহাট উপজেলা মহিলা দলের সহসভাপতি মৌসুমী চৌধুরী, জেলা যুবদলের সাবেক সহ-বাণিজ্য বিষয়ক সম্পাদক ইসহাক আলী (বাবু), আগ্রাদ্বিগুন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মাহবুর হোসেন বাবু, সাবেক ছাত্রনেতা আশিকুজ্জামান আশিক, নজিপুর বিএমটি কলেজ ছাত্র দলের নেতা হাবিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মী।

মো. ইসমাইল হোসেন মোস্তাক বলেন, “মানব সেবাই পরম ধর্ম। সেই লক্ষ্যে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য আমি হাসপাতালে রোগিদের পাশে দাঁড়িয়ে সৌজন্য সাক্ষাৎ ও খাবার বিতরণ করি। হাসপাতালে ভর্তি থাকা রোগিদের যদি নিয়মিত খাবারের পাশাপাশি কিছু ব্যতিক্রমধর্মী খাবার দেওয়া যায়, তাহলে তারা আরও খুশি হবে। পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাব—ইনশাআল্লাহ।”

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!